CTG News 24 (CN24) National Desk
দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।
এ ছাড়া কমিটির চেয়ারম্যান করা হয়েছে মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে।
এ কমিটির অন্য সদস্যরা হলেন-যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, ঢাকা-১৪ আসনের মাইনুল হোসেন খান, খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী, ঢাকা-৭ আসনের সোলায়মান সেলিম ও পিরোজপুর-২ আসনের মহিউদ্দীন মহারাজ।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদ নেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সোমবার সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধি অনুযায়ী কমিটি ও সদস্যদের নাম প্রস্তাব করেন।
সংসদ নেতার অনুমতি নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির গঠনের জন্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাব করলে অধিবেশনে তা কণ্ঠভোটে পাস হয়।
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।