CTG News 24 (CN24) National Desk
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের মুক্তিযুদ্ধ ও চলমান উন্নয়নকে প্রাধান্য দিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন, বৃহস্পতিবার রাজধানীর বঙ্গভবনে টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশনের (এটিসিও) একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বেসরকারি টিভি চ্যানেল মালিকদের শীর্ষ সংগঠন এটিসিও এর প্রতিনিধিদলকে রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে… নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এর সভাপতি সাহসী মুক্তিযোদ্ধা এবং মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং এর সিনিয়র সহ-সভাপতি, ডিবিসি চেয়ারম্যান ও দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
রাষ্ট্রপতি বলেন, দেশের মুক্তিযুদ্ধের চেতনা দেশের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যর্থ হলে আমাদের সব অর্জন বৃথা যাবে।
“গত পাঁচ দশকে অনেক পরিবর্তন হয়েছে। এই সময়ে, রাষ্ট্র বিরোধী মহল আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অনেক চেষ্টা করেছে,” শাহাবুদ্দিন, একজন প্রবীণ মুক্তিযোদ্ধা, উল্লেখ করেন।
তৃণমূলে গণমাধ্যমের উপস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।
তিনি বলেন, “গণমাধ্যমকে অবশ্যই সরকারের উদ্দেশ্যমূলক সমালোচনা করতে হবে… একই সঙ্গে দেশ ও জনগণের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ড ব্যাপকভাবে তুলে ধরতে হবে।”
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জাতীয় সংস্কৃতির বিকাশে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ধরনের ছদ্মবেশে ইতিহাস বিকৃতি রোধে দেশের টিভি চ্যানেলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে দেশ ও জনগণের জন্য কারা অপরিহার্য এবং দেশের জন্য কী ধরনের জনপ্রতিনিধি প্রয়োজন তা নির্ধারণে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।