CTG News 24 (CN24) national desk
ঢাকার গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় সোমবার সন্ধ্যায় একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় এক তৈরি পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন।
গাজীপুরের ডিবির উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, উচ্চ মজুরির দাবিতে আরএমজি শ্রমিকদের বিক্ষোভের সময় সন্ধ্যা ৬টার দিকে এবিএম ফ্যাশন নামের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে একদল আন্দোলনকারী লোক আগুন ধরিয়ে দিলে ৩২ বছর বয়সী ওই ব্যক্তি দগ্ধ হন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, রাত ৯টার দিকে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ভবনের প্রথম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করিম বলেন, অন্য কারখানার বিক্ষোভকারীরা কারখানায় আগুন লাগিয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে বেলা ৩টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকরা এবিএম ফ্যাশনের সামনে এসে শ্রমিকদের বিক্ষোভে যোগ দিতে বলেন।
এ সময় এবিএম গার্মেন্ট কর্তৃপক্ষ গেট বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা বের হতে পারেননি। এ সময় আন্দোলনরত শ্রমিকরা এবিএমের কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে তারা কারখানায় আগুন ধরিয়ে দেয় যা কারখানা ভবনের ৩ তলা পুড়ে যায়।