CTG News 24 (CN24) National Desk
প্রখ্যাত রাজনীতিবিদ,সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ডাক্তার আফছারুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বিকাল চারটার দিকে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আর মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। আফছারুল আমিন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে তাঁর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।
তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
উল্লেখ্য, মোঃ আফছারুল আমীন ১৯৫২ সালের ১লা জানুয়ারি চট্টগ্রামের দক্ষিণ কাট্টল্লীতে জন্মগ্রহন করেন। বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ হিসেবে তার বেশ সুনাম রয়েছে তিনি ২৮৭ নং তথা (চট্টগ্রাম-১০) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন।
তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন। পরবর্তীতে সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারী ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।