CTG News 24 (CN24) National Desk
এক সময় ডোমের কাজ করতেন জসিম প্রকাশ ওরফে ডোম জসিম (২৬)। এ পেশা ছেড়ে শুরু করেন ছিনতাই। প্রথমে অন্যের হয়ে ছিনতাই করলেও পরে তিনি নিজেই তিন সদস্যের একটি দল গড়ে তোলেন।
নিয়মিত মাদক নিতেন দলটির সদস্যরা। এই সুবাদে মাদক দেওয়ার প্রলোভন দেখিয়ে সহযোগীদের ছিনতাইয়ে পাঠাতেন জসিম।
এরপর নগদ টাকা, মোবাইল ফোন কিংবা ব্যাগ ছিনতাই করে এনে দিতে পারলেই জসিম তাঁদের গাঁজা কিংবা ইয়াবা গতকাল শুক্রবার রাতে চক্রটির মূলহোতা জসিমসহ তাঁর দুই সহযোগী রাসেল প্রকাশ রিয়াজ (১৮) ও রাজীবকে (১৮) পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা এসব তথ্য জানিয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার তিনজন ব্যস্ত সড়কগুলোতে হাঁটাহাঁটি করেন। সিগন্যালে আটকে থাকা প্রাইভেট কার, বাসে বসে থাকা যাত্রীর মোবাইল ও মানিব্যাগ টান দিয়ে নিয়ে যায়।
এ সময় কেউ আটকাতে গেলে তাঁদের ছুরিকাঘাত করেন তাঁরা। প্রতিটি ছিনতাইয়ের ঘটনার বিনিময়ে তাঁদের কয়েক পুরিয়া গাঁজা দেওয়া হয়। এই গাঁজার লোভেই তাঁরা ছিনতাই করতেন।
ওসি মহসীন আরো বলেন, গতকাল রাতেও তাঁরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জসিম প্রকাশ ডোম জসিমের বিরুদ্ধে চারটি, রাসেল প্রকাশ রিয়াজের বিরুদ্ধে তিনটি এবং রাজিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।