|| CTG News 24 (CN24) National Desk
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃতীয়বারের মতো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। যার ফলে তিনি আজ মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন।
তিনি তার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, বিএনপি মহাসচিব গত কয়েকদিন ধরে সর্দি-কাশির সমস্যায় ভুগছিলেন বলে কোভিড পরীক্ষা করান এবং ফলাফল পজিটিভ এসেছে।
তবে জাহিদ অবশ্য ফখরুলের অবস্থা স্থিতিশীল বলে জানান।
তিনি বলেন, বিএনপি নেতার স্ত্রী রাহাত আরা বেগমেরও কোভিড টেস্ট করা হয়েছে কিন্তু তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইতিমধ্যেই কোভিড ভ্যাকসিনের চার ডোজ নিয়েছেন।
২০২১ সালের ১১ জানুয়ারি প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
পরে গত ২৫ জুন তিনি আবারও ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।