CTG News 24 (CN24) International Desk
থাইল্যান্ডে দক্ষিণে একটি গাছের সঙ্গে একটি ডাবল ডেকার বাসের ধাক্কা লেগে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। এই দূর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্যটি জানিয়েছেন বার্তাসংস্থা বিবিসি।
প্রতিবেদনে জানানো হয়েছে স্থানীয় সময় সোমবার রাতে দূরপাল্লার ওই বাসটি ব্যাংকক থেকে দেশের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। রাত ১টার দিকে প্রচুয়াপ খিরি খান-এ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল। বাসটি রাজধানী ব্যাংককের সাউদার্থ বাস টার্মিনাল থেকে সোংখলার নাথাউয়ি জেলার দিকে যাচ্ছিল।
এরপর প্রাচুয়াপ খিরি খান প্রদেশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ডাবল ডেকার বাসটি ছিটকে পড়ে যায়।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাস অপারেটর ট্রান্সপোর্ট কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, আহত সবাইকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করছে বাস অপারেটর ট্রান্সপোর্ট কোম্পানি।
এদিকে বার্তা সংস্থা এএফপিকে পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছেন কি না তা খোঁজ নিবেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে একদন সবার শীর্ষে থাইল্যান্ড এর অবস্থান ।
সেখানে প্রতি বছর ট্রাফিক দুর্ঘটনায় প্রায় ২০ হাজারের মত মানুষের মৃত্যু হয়। যা খুব দুঃখজনক। এর আগে গত জুলাই মাসে একটি দুর্ঘটনায় চারজন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়। যা খুবই মর্মান্তিক ঘটনা।
এর পূর্বে ২০১৪ সালে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয় যাদের বেশির ভাগই স্কুল শিক্ষার্থী ছিল।