|| CTG News 24 (CN24) ctgnews24 Desk
চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাটে টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ থাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে দুপুর পৌনে ১টার দিকে গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গোডাউনটির পাশে রেললাইন ও তার অদূরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থাকায় রেল যোগাযোগ ব্যহত হয়। প্রচন্ড ধোঁয়ার কারণে চালকদের বেগ পেতে হয়। এতে সারা দেশের সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, আগুনে প্রচন্ড ধোঁয়ার কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এ ছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছিলো। ধোঁয়া কেটে যাওয়ায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।