|| CTG News 24 (CN24) ctgnews24 Desk
গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির কমান্ডার মোঃ বিপুল ইসলামের নেতৃত্বে নাইক্ষংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের রেজু পাড়া বিওপির বিশেষ টহল দেওয়ার সময় সাত প্যাকেট ক্রিস্টাল মেথ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। কিন্তু এই ক্রিস্টাল মেথ এর মালিককে পাওয়া যায়নি।
জব্দকৃত মাদক বর্তমানে কক্সবাজার সদর দপ্তরে রাখা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্ত দিয়ে ক্রিস্টাল মেথ নামে নতুন মাদক বাংলাদেশে প্রবেশ করে।সীমান্তের রেজু পাড়া বিজিবি ক্যাম্পের বিওপি এলাকায় টহল দেওয়ার সময় ময়ুরের বিলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৭.৩৯৬ কেজি ওজনের সাতটি প্যাকেট উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে বিওপি ক্যাম্পের (বিজিবি) কমান্ডার ইনচার্জ নায়েক মোঃ বিপুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ক্রিস্টাল মেথের বাজার মূল্য প্রায় ৩৬ কোটি ৯৮ লাখ টাকা।
সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মিয়ানমার থেকে বান্দরবানের নাইক্ষংছড়ি ও আলীকদম সীমান্ত দিয়ে মাদক এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।