CTG News 24 (CN24) National Desk
আলোচ্য মামলার বাদী এএসআই মোঃ শাহ আলম,সঙ্গীয় ফোর্স কং মোঃ মাহবুবুল হক, কং ত্রিদীপ দে, কং বাসু দেব পাঁচলাইশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতে ডিউটি করাকালে ২৫ জানুয়ারি ২৪ ইং তাং রাত অনুমান ৪:৩০ ঘটিকার সময় পাঁচলাইশ মডেল থানাধীন রুবি গেইট এলাকায় অবস্থান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়
পাঁচলাইশ থানাধীন বেবি সুপার মার্কেটস্থ ফ্লাইওভারে মূখে রাস্তার উপর কতিপয় ডাকাতদল রাস্তায় চলাচলরত গাড়ী থামাইয়া ডাকাতি করার চেষ্টাকালে দেশীয় অস্ত্র- শস্ত্রে সজ্জিত হইয়া বর্ণিত স্থানে জড়ো হইয়াছে।
পুলিশ উক্ত সংবাদের বিষয়টি উর্ধ্বতন অফিসারকে অবহিত করিয়া সঙ্গীয় ফোর্সসহ ২৫ জানুয়ারি ২৪ ইং তাং রাত ৪:৪০ ঘটিকার সময় বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল হতে কৌশলে পালাইয়া যাওয়ার চেষ্টাকালে বাদী সঙ্গীয় ফোর্সদের সহায়তায় বর্ণিত
১। মোঃ সাইফুল ইসলাম শান্ত (২৬) ২ মোঃ সাইফুল ইসলাম (২৭) ৩। মোঃ সাগর হোসেন (২৬) গনদের আটক করেন এবং তখন তাহাদের সহযোগী আরো ৬/৭ জন ডাকাত দলের সদস্যরা অজ্ঞাতনামা সিএনজি সহ দৌড়াইয়া অন্ধকারে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃত ১-৩ নং আসামীদের জিজ্ঞাসাবাদে বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে এবং পালিয়ে যাওয়া পলাতক আসামী ৪। মোঃ হোসেন (২২) ৫। মোঃ লালু (২৫) ৬ মোঃ আরিফ (২১) ৭। আল আমিন (২৫) ৮। রাজীব (৩০) গনদের নাম ঠিকানা প্রকাশ করলেও অজ্ঞাতনামা ১/২ জন পলাতক আসামীদের নাম ও ঠিকানা প্রকাশ করতে পারে নাই।
বাদী তখন রাতে মোবাইল ডিউটিরত অফিসার এসআই শরীফ রোকনুজ্জামান কে ফোনে অবহিত করিলে তিনি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ সাইফুল ইসলাম শান্ত (২৬) এর হেফাজত হইতে ১ টি কিরিচ যাহার ধারালো অংশ ১৮.৫ ইঞ্চি, বাটের অংশ ৮.৫ ইঞ্চি এবং
১টি Icon বাটন মোবাইল সেট, ২ নং আসামী মোঃ সাইফুল ইসলাম (২৭) এর ব্যবহৃত ১ টি সিএনজি যাহার রেজিঃ নং- চট্টমেট্রো-থ-১৩-৬২৫৮ এবং ১ টি Itel বাটন মোবাইল সেট, ৩ নং আসামী মোঃ সাগর হোসেন (২৬) এর দেহ তল্লাশি করিয়া তাহার কোমড়ের পিছনে থাকা ২টি কাটার যাহার ১টিতে হলুদ কসটেপ মোড়ানো অপরটিতে কালো।
কসটেপ মোড়ানো এবং ১টি Maximus M23i মোবাইল সেট নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে প্রাপ্ত হইয়া ২৫ জানুয়ারি ২৪ ইং তাং রাত
৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহারা আরো জানায় যে, তাহাদের সাথে থাকা পলাতক আসামী ৪। মেঃ হোসেন (২২) ৫। মোঃ লালু (২৫)
৬। মো আরিফ (২১) ৭। আল আমিন (২৫), ৮। রাজীব (৩০) সহ অজ্ঞাতনামা ১/২ জন সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা এলাকায় সিএনজির মাধ্যমে রাতের বেলায় বিভিন্ন যাত্রী ও পথচারীদের জিম্মি করিয়া ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় তৈরী ধারালো কিরিচ, কাটার সহ ঘটনাস্থলে সমবেত হইয়াছে মর্মে স্বীকার করে।
আটককৃত আসামীরা হলেন
১। মোঃ সাইফুল ইসলাম শান্ত (২৬) পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা- জেসমিন বেগম, সাং কোনাগাঁও, সদ্দার বাড়ী, থানা-রাজনগর, জেলা-মৌলভী বাজার, বর্তমানে-ডেবারপাড়, হাকিম ড্রাইভারের কলোনী, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম
২। মোঃ সাইফুল ইসলাম (২৭), পিতা-ময়লাই মিয়া, মাতা-শাহানা বেগম, সাং-চালবন, আব্দুল আহাদ মোল্লার বাড়ী, থানা-বিশান্তাপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-ডেবারপাড়, সবুরের কলোনী, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ সাগর হোসেন (২৬) পিতা-মোঃ এমএস দুলাল মিয়া, মাতা-মনি আক্তার, সাং-গোমা, জলিল ফেদার বাড়ী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-ডেবারপাড়, দুলাল মিয়ার কলোনী, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম- উক্ত বিষয়ে পাঁচলাইশ থানার মামলা নং ১৬ ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ রুজু করা হয়েছে –
অন্য আর এক অভিযানে পাঁচলাইশ থানার(ওসি)সন্তোষ কুমার চাকমার নেতৃত্বে পাঁচলাইশ থানার আভিযানিক টিম দুই বছরের সাজা প্রাপ্ত আসামি নিহার সুলতানা সাথী নামের এক ওয়ারেন্ট’ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)সন্তোষ কুমার চাকমা।