CTG News 24 (CN24) National Desk
ফেনীতে পাঁচ শতাধিক সিএনজি চালকের মাঝে শ্রমিক ইউনিয়নের পরিচয় পত্র বিতরন করা হয়েছে ।
বুধবার সকাল ১১টায় শ্রমিক সংগঠনের ট্রাংক রোডস্থ কার্যালয়ে সরকারের নিবন্ধিত (রেজিঃ নং-কুমি-১৩৯ )জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ফেনী জেলার বিভিন্ন সড়কে চলাচলকৃত ৫ শতাধিক সিএনজি চালকের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোরশেদা আক্তার মিয়াজী, সাধারণ সম্পাদক দিলদার হোসেন, ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি সাজেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন আরিফ, কোষাধ্যক্ষ জাহানারা আক্তার, লাইন সম্পাদক সৈয়দ বাহার উদ্দিন, ছাগলনাইয়া সভাপতি কাজী আজাদ, সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ চৌধুরী, সদর উপজেলা সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু, সোনাগাজী সভাপতি আবদুস সালাম খোকন, ফুলগাজী সভাপতি রেজাউল করিম তুহিন, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিপন, পরশুরাম সভাপতি আবদুর রসুল মজুমদার, সাধারণ সম্পাদক মো: একরামুল হক, দাগনভূঞা সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতালেব টিপু সহ সংগঠনের সদস্যবৃন্দ ।
পরিচয় পত্র বিতরণ পূর্বে সভাপতি সকল চালকদের প্রতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ট্রাফিক আইন মেনে সিএনজি চালাবেন, বেপরোয়া গাড়ী চালাবেন না, অতিরিক্ত গতিতে গাড়ী চালাবেন না, ওভারটেক করবেন না, স্কুল, মাদরাসা, কলেজের সামনে ধীর গতিতে গাড়ী চালাবেন, অযথা হর্ণ দিবেন না।