প্রধানমন্ত্রী শিখিয়েছেন উন্নয়নের রাজনীতি, প্রতিহিংসার নয়:ওয়াশিকা

CTG News 24 (CN24)  National Desk

বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন উন্নয়নের মাধ্যমেই জনসাধারণের কাছে আসা যায়। তিনি উন্নয়নের মাধ্যমেই সেই অন্ধকার বাংলাদেশ থেকে সমৃদ্ধ বাংলাদেশ করেছেন। প্রধানমন্ত্রী আমাদের উন্নয়নের রাজনীতি শিখিয়েছেন। প্রতিহিংসার রাজনীতি নই।

শনিবার (২৩ মার্চ) বিকেলে পারকি সমুদ্র সৈকতে বারশত ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করবেন। অনেক পরিশ্রম করেন প্রধানমন্ত্রী। ওনার পরিশ্রম আমরা যারা জনপ্রতিনিধি আছি। আমরা যারা প্রধানমন্ত্রীর হয়ে কাছ করি। সেই পরিশ্রম আমাদেরকেও করতে হবে। আমরা প্রতিহিংসার রাজনীতি শিখি নাই। বাংলাদেশ এখন পৃথিবীতে উন্নয়ন বিস্ময়। আর সেই উন্নয়নের ছোঁয়া আনোয়ারাতে আরও ভালো করে আসতে হবে।

আজকে আমি বেড়িবাঁধ দেখতে গেয়েছিলাম। সেই বেড়িবাঁধ আপনাদের অনেক অভিযোগ শুনেছি। আমি আবার তিনমাস পরে এই বেড়িবাঁধের কাজ দেখতে আসব। সরকারের টাকায় কাজ হচ্ছে সেটা দেখার অধিকার ও কর্তব্য অবশ্যই জনপ্রতিনিধিদের রয়েছে। কাজের গাফিলতি হলে জনগণেরও দেখার অধিকার আছে। কারণ সব টাকা জনগণের।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি এলাকায় উন্নয়ন করছেন। সরকার যে প্রকল্প গুলো করতেছে সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলো দেখার দায়িত্ব আমার আপনার সকলের। আপনারা (জনগণ) পাহাড়া দিবেন যাতে কাজ সঠিকভাবে হয়। বিভিন্ন প্রকল্পের কাজ কেন দ্রুত হচ্ছে না সেই বিষয়ে আমি খোঁজ খবর রাখব আমি আপনাদের ওয়াদা করলাম।

আওয়ামীলীগ নেতা শেখ আহম্মদ শাহ্,র সভাপতিত্বে ও ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, বিএমএ সাবেক সভাপতি ডা. নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, হাইলধরের সাবেক চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, শিকলবাহার ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ফরিদুল কবির, দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ সভাপতি মো. আজিজুল হক আজিজ, যুবলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন, আহকাম ইবনে জামিল মিশন, ব্যবসায়ী মোজাম্মেল হক, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, শাহাদত হোসেন, খালেদ মোরশেদসহ নেতাকর্মীরা।

সভার আগে তিনি আনোয়ারা উপজেলার উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও পারকি সমুদ্র সৈকতে পর্যটন কমপ্লেক্সের কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশর মোহাম্মদ ফখরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

এর আগে অর্থ প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম.ইদ্রিছ বিক্রমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও হাইলধর ইউনিয়নের গুজরা নাথপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন।

Ctg News 24

Recent Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…

2 weeks ago

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…

2 weeks ago

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…

2 weeks ago

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…

3 weeks ago

চট্টগ্রাম আদালতে সংঘর্ষ, হত্যা

২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…

3 weeks ago

চট্টগ্রামে ১০ সরকারি স্কুল

এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…

3 weeks ago