প্রধান শিক্ষককে প্রকাশ্যে লাটিপেটা, স্কুলে না যাওয়ার ‘হুমকি’

CTG News 24 (CN24)  National Desk

চট্টগ্রামের রাউজানে স্কুল থেকে বাসায় ফেরার পথে দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গোফরানকে (৫১) প্রকাশ্যে লাটিপেটা করেছে দুর্বৃত্তরা।

একইসাথে আর স্কুলে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে তারা। আহত শিক্ষক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তার উপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

রবিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষক আবদুল গোফরান বলেন, রবিবার দুপুর দেড়টার দিকে একবেলা পরীক্ষা শেষ করে শহরের বাসায় ফিরছিলাম।

এ সময় স্কুলের অদূরে পশ্চিম পাশে সেন বাড়ি এলাকায় পৌঁছলে দু’জন লোক আমাকে কথা আছে বলে অনেকটা জোরপূর্বক নিরিবিলি স্থানে নিয়ে যান।

এরপর ৫-৬ দুর্বৃত্ত মিলে গাছের লাটিসোটা দিয়ে আমার পিটে, দুই পাচায় একের পর এক মেরে আহত করে। এ সময় তারা আমাকে বলে, কাল থেকে আর স্কুলে আসতে পারবি না।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে স্কুলের সভাপতি, ম্যানেজিং কমিটি এবং তাদের মাধ্যমে ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। চিকিৎসক আমাকে একসপ্তাহ বেড রেস্ট থাকতে বলেছেন।

চিকিৎসাতে ব্যস্ত থাকায় মামলা দায়ের করতে যেতে পারিনি। সোমবার এই ঘটনায় আমি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিপূর্বে এলাকার একটি মহল ওই শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে নানা মিথ্যা কুৎসা রটিয়েছে।

স্কুল সম্পর্কিত নানা কারণে হয়তো রবিবার তার উপর এই হামলা করা হয়েছে। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব। একজন প্রধান শিক্ষককে এভাবে মারা কাম্য নয়।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এ ধরনের কোন অভিযোগ কেউ রবিবার রাত পর্যন্ত করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন, যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *