Romel Dey,CTG News 24 CN24 Sports Desk
চট্টগ্রামে ২য় টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল টাইগাররা, সাথে জিতে নিয়েছে সিরিজও।
আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের ২য় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে আবারো বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়াতে ম্যাচ ২০ ওভারের পরিবর্তে গড়ায় ১৭ ওভারে।ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল সংগ্রহ করে।বাংলাদেশের দুই ওপেনার লিটন ও রনির এদিন নিজেদের গড়া আগের ম্যাচের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন।তাদের আগ্রাসী ব্যাটিংয়ে আইরিশ বোলাররা যেন পাড়ার মাঠের বোলারে রুপান্তরিত হয় । ওপেনিং জুটিতে বাংলাদেশের হয়ে রেকর্ড মাত্র ৯.১ ওভারে তোলেন ১২৪ রান।রনি ফিরে যান ২৩বলে ৪৪(২টি ছয় ও ৩টি চার) রানের ঝড়ো এক ইনিংস খেলে। অন্যদিকে লিটনের তার ক্যারিয়ার সেরা মাত্র ৪১ বলে ৮৩ রানের ইনিংস খেলেন, যাতে ছিল ১০টি চার ও ৩ টি ছয় ।এতেই প্রমান করে কতটা ভয়ানক ছিলেন তিনি মাঠে। সাথে ভেঙ্গেছেন বাংলাদেশের হয়ে সব থেকে কম বলে করা ফিফটির রেকর্ডও(মাত্র ১৮ বলে)।এরপর বাকী কাজ সারেন হৃদয় ও সাকিব। দুজনই খুবই আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন। হৃদয় ১৩বলে ২৪(১টি ছয় ও ৩টি চার) করে আউট হলেও ,সাকিব ২৪বলে ৩৮ রান (২টি ছয় ও ৩টি চার)করে অপরাজিত থাকেন।আইরিশ বোলারদের মধ্যে হোয়াইট ২টি, অ্যাডায়ার ১টি উইকেট লাভ করেন।কিন্তু প্রত্যেকে অনেক খরুচে ছিলেন।
১৭ ওভারে ২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম বলেই স্টার্লিংয়ের উইকেট তুলে নেন তাস্কিন। এরপর শুধু যেন সাকিব শো। তুলে নেন একে একে ৫টি উইকেট।পরে তার সাথে যোগ দেন হাসান ও তাসকিন ধস নামান আইরিশদের ব্যাটিং লাইনআপে।তাসকিন ৩টি ও হাসান ১টি উইকেট লাভ করেন। আইরিশদের হয়ে ক্যাম্পার ৩০বলে ৫০রান(৩টি চার ও ৩টি ছয়) করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাকিরা কেউ ক্রিজে টিকতে পারেননি। বাকিদের মধ্যে টেক্টর ১৬ বলে ২২ রান(৩টি ছয়), হিউম ১৭ বলে ২০রান(২টি ছয়) করেন । অবশেষে ১৭ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে তারা।ফলে টাইগাররা ৭৭ রানের বিশাল জয় পায়। ম্যাচে দৃষ্টিনন্দন ব্যাটিং করে ভ্যালুএবল প্লেয়ার হন লিটন কুমার দাস। এছাড়া ব্যাটে বলে সমান নিপুণতা দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ।
৩১ মার্চ একই মাঠে ৩য় তথা শেষ টি-টোয়েন্টিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।