CTG News 24 (CN24) National Desk
মঙ্গলবার রাতে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়।
মির্জা আব্বাসকে রাত সোয়া ৮টার দিকে শাহজাহানপুরের শহীদবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে একই এলাকা থেকে গ্রেফতার করে ডিবি।
ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, গ্রেপ্তারের পর তাদের রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হবে।
মির্জা আব্বাসের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঙ্গলবার সকাল থেকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা ঘেরাও করে পুলিশ। ডিবি প্রধান হারুন অর রশিদ জানান, রাতে শহীদবাগ এলাকার ঢাকা ব্যাংক শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জ্ঞাত আয়ের বাইরে সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মির্জা আব্বাসের জামিন বাতিল করে মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় মির্জা আব্বাস ও আলাল দুজনকেই আসামি করা হয়েছে।
গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন রাজধানীর পল্টন থানার এসআই মাশুক মিয়া বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান খান। খান সোহেল, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকে আসামি করা হয়।
এছাড়া মামলায় নিপুণ রায়সহ ১৬৪ নেতা-কর্মীকে আসামি করা হয়।আরো কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।