CTG News 24 (CN24) Sports Desk
ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে রাখা হয়নি অভিজ্ঞ বাঁহাতি ওপেনার ও ফরম্যাটের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তার জায়গায় এসেছেন আরেক বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম।
এদিকে এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
এছাড়া তরুণ পেসার তানজিম হাসান সাকিবও বিশ্বকাপ দলের সদস্য হওয়ার সুযোগ পেয়েছেন।
আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম খেলার জন্য ধর্মশালায় যাওয়ার আগে বাংলাদেশ দল ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দুটি অনুশীলন ম্যাচের জন্য বুধবার ভারতের গুয়াহাটিতে যাবে।
স্কোয়াড:সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (ভিসি), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মো. শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।