CTG News 24 (CN24) National Desk
বৃহস্পতিবার মালয়েশিয়ার মাচাং এলাকায় ভূমিধসে তিন বাংলাদেশি অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ মিশনের মন্ত্রী (শ্রম) নাজমুস সাদাত সেলিম জানান, নিহতরা হলেন- শরীয়তপুরের জাহিদুল খান (২০), সাজ্জাদ হোসেন (২০) ও পাবনার মনিরুল ইসলাম (৩১)।
ওই কর্মকর্তা জানান, ময়নাতদন্তের পর লাশগুলো স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।
মিশন যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ বাড়িতে পাঠানোর চেষ্টা করছে এবং তাদের নিয়োগকর্তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কাজ করছে, তিনি বলেছিলেন।
অভিবাসী শ্রমিকরা ই-ভিসায় সম্প্রতি মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে, ফোনে কর্মকর্তা বলেছেন।
এই ঘটনার পর, মালয়েশিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (নিওশ) আজ নিয়োগকর্তাদের দেশের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন ১৯৯৪-এর কঠোরভাবে মেনে চলার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে, মালয়েশিয়ার ইংরেজি ভাষার দৈনিক দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে।
স্টারের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর আড়াইটার দিকে (মালয়েশিয়ার সময়) কাম্পুং মাকা, পুলাই চোনডংয়ের কাছে একটি হাইওয়ে নির্মাণের সাইটে কাজ করার সময় ভূমিধসে তিন শ্রমিককে জীবন্ত কবর দেওয়া হয়।