CTG News 24 (CN24) National Desk
টানা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বঙ্গভবন দরবার হলে প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
এরপর ৩৬ জন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহমুদ হোসেন।
শপথ নেওয়া ২৫ জন মন্ত্রী হলেন- আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, ডাঃ দীপু মনি, তাজুল ইসলাম, ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, অ্যাডভোকেট আনিসুল হক, ডাঃ হাসান মাহমুদ, ড. আবদুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র্যাম উবায়দুল মোকতাদির চৌধুরী, আবদুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, নওফুল হাসান চৌধুরী প্রমুখ। ওসমান ও ডাঃ সামন্ত লাল সেন।
শপথ নেওয়া ১১ জন প্রতিমন্ত্রী হলেন- মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, নসরুল হামিদ, সিমিন হোসেন (রিমি), রুমানা আলী, আহসানুল ইসলাম টিটু, শফিকুর রহমান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. এবং মহিবুর রহমান।
এদের মধ্যে ইয়াফেস ওসমান ও ডক্টর সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে যান।
শপথ অনুষ্ঠানে সুশীল সমাজের সদস্য, কূটনীতিক, ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর…
শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন,…
তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক…
২৯ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না…
এক আসনের বিপরীতে ৬২টি আবেদন চট্টগ্রামে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে এ বছর সবচেয়ে বেশি আবেদন…