টাইগারদের ব্যাটে-বলের হুঙ্কারে কুপোকাত আইরিশরা,বাংলাদেশের আরও একটি সিরিজ জয়

Romel Dey, CTG News 24 (CN24) Sports

সিলেটে ৩য় ওয়ানডে তথা সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।নিজেদের ওয়ানডে ইতিহাসে এর আগে কখনই ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পাইনি টাইগাররা।

আজ সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ৩য় ওয়ানডেতে টসে জিতে আয়ারল্যান্ড ব্যাট   করতে নেমে ২৮.১ ওভারে মাত্র ১০১ রান করে অলআউট হয়ে যায়। আয়ারল্যান্ডের ব্যাটারদের  ছন্দপতনের মূলে ছি বাংলাদেশের সিমারদের উচ্চমানের বোলিং।কন্ডিশন ও আবহাওয়াকে কাজে লাগিয়ে হাসান মাহমুদ, তাসকিন ও এবাদতের  গতি ও সুইংয়ে  দারুণভাবে পরাস্ত হয় আইরিশ ব্যাটাররা। আইরিশদের মধ্যে ক্যাম্পার ৪৮বলে ৩৬ রান(৪টি চার) ও টাকার ৩১বলে ২৮রান(৪টি চার)ছাড়া আর কোন ব্যাটার দুই অংকের কোটা পেরোতে পারেনি । বিশেষ করে বলা চলে বাংলাদেশের পেসাররা সেই  সুযোগই  দেননি। মুস্তাফিজের জায়গায় সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন  হাসান মাহমুদ, তুলে নেন ৫ আইরিশ ব্যাটারের উইকেট মাত্র ৩২ রান দিয়ে। অন্যদিকে  তাস্কিন   ৩টি মাত্র ২৬ রান দিয়ে ও এবাদত ২৯ রান দিয়ে ২টি করে উইকেট লাভ করেন।

১০২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুটা যেমন দারুণ ছিল শেষটাও দারুণভাবে করেন দুই ওপেনার তামিম ও লিটন । দুইজনের দায়িত্বশীল ও ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩.১ বলে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। দুজনের অপরাজিত ১০২ রানের জুটিতে ১০ উইকেটের বিশাল জয় পায়। লিটন .৩৮ বলে ৫০রান (১০টি চার) এবং তামিম ৪১ বলে ৪১রান (৫টি চার ও ২টি ছয়) করে অপরাজিত থাকেন। আর তাদের এই সাবলীল ব্যাটিংয়ে মুদ্রার অন্য পিঠ দেখে আইরিশ বোলাররা।পাত্তাই পাইনি দুই ওপেনারের কাছে।অসাধারণ বোলিং করে  ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর  রহিম ।

তামিম অ্যান্ড কোং-এর আরও একটি সিরিজ জয়, বলা চলে এই বছরের শেষের দিকে ভারতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য ভালভাবেই  তৈরি হচ্ছে তারা। ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডকে নিতে হবে  ভালো প্রস্তুতি।

Related Posts

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে যে কারণে সাকিবের নাম সরালো আইসিসি

সম্প্রতি ওয়ানডে র‌্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু সেখানে কাকতালীয়ভাবে দেখা মেলেনি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। তাই এ নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। যেহেতু তিনি ওয়ানডে…

Read more

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারাতে হবে: মাশরাফি

CTG News 24 (CN24)  Sports Desk বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন যে জাতীয় ক্রিকেট দল পরের রাউন্ডে যাওয়ার জন্য তাদের গ্রুপ ডি ম্যাচে দুটি বড় দল-দক্ষিণ আফ্রিকা…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *