CTG NEWS 24 CN24 Desk
চট্টগ্রামে শতাধিক মোটরসাইকেল চুরি চক্রের মূলহোতা সহ ০৫ জন গ্রেফতার এবং ২৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করছে পুলিশ।
উদ্ধারকৃত আলামতের বর্ণনা ঃ
০১। ০১টি লাল রংয়ের HERO HONDA Splendor, ০২। ০১টি নীল রংয়ের পালসার (BAJAJ) মোটরসাইকেল, ০৩। ০১টি লাল কালো রংয়ের BAJAJ PULSAR, ০৪। ০১টি BAJAJ Platina, ০৫। ০১টি লাল BAJAJ Discover 100, ০৬। ০১টি কালো লাল রংয়ের BAJAJ Discover 100, ০৭। ০১টি কালো নীল রংয়ের HERO Glamour মোটরসাইকেল, ০৮। ০১টি কালো লাল রংয়ের HERO Ignitor, ০৯। ০১টি কালো লাল রংয়ের BAJAJ Discover 125, ১০। ০১টি কালো লাল রংয়ের BAJAJ Discover 110, ১১। ০১টি কালো লাল রংয়ের BAJAJ Discover 110, ১২। ০১টি লাল রংয়ের WALTON FUSION, ১৩। ০১টি কালো লাল HERO Passion Pro, ১৪। ০১টি কালো লাল রংয়ের HERO Glamour, ১৫। ০১টি কালো নীল TVS Metro, ১৬। ০১টি কালো সাদা লাল TVS Metro, ১৭। ০১টি BAJAJ Platina, ১৮। ০১টি কালো লাল রংয়ের RUNNER ROYAL FREEDOM, ১৯। ০১টি কালো লাল রংয়ের BAJAJ PULSAR, ২০। ০১টি কালো লাল রংয়ের HERO Glamour, ২১। ০১টি নীল রংয়ের SUZUKI Gixer মোটরসাইকেল, ২২। ০১টি কালো নীল রংয়ের HERO Glamour, ২৩। ০১টি কালো-লাল রংয়ের HERO Splendor I-Smart ২৪। ০১টি কালো লাল রংয়ের Honda Shine Sp মোটরসাইকেল।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- ১। মিঠন ধর (২৯), পিতা-মৃত ধনঞ্জয় ধর প্রঃ ধনরাম ধর, মাতা-মিনু রানী ধর, সাং-দক্ষিণ তুলাতলী, বনিক পাড়া, অনন্ত ধরের বাড়ি, ০৫নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে-আমিরাবাদ, কাজীর পুকুর পাড়, কাশেম খলিফার বাড়ী, ০২নং ওয়ার্ড, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম ২। মোঃ বাবর প্রঃ বাবুল (৩৫), পিতা-আব্দুল বাতেন, মাতা-শাহবানু বেগম, সাং-গাছুয়া, ০২নং ওয়ার্ড, চুম মাঝির বাড়ী, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম ৩। মোঃ শাহেদ (২৬), পিতা-মোঃ শাহজাহান, মাতা-মঞ্জু আরা বেগম, সাং-কালাপানিয়া, ০২নং ওয়ার্ড, ফয়েত আলী হাজীর বাড়ী, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম । ৪। মোঃ রিপন (৪০), পিতা-মৃত নুরুল আলম, মাতা-রাবেয়া বেগম, সাং-কালাপানিয়া, জুরি ধরের বাড়ী, ০২নং ওয়ার্ড, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম। ০৫। মোঃ খোরশেদ আলম (২৯), পিতা-নুরুল আব্বাস, মাতা-হোসনে আরা বেগম, সাং-আমিরাবাদ, ইব্রাহীম সওদাগরের বাড়ী, ০১নং ওয়ার্ড, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।