CTG News 24 (CN24) | Chattogram
সুলভ মূল্যে মুখরোচক পিজ্জার চাহিদা মেটাতে এবার চট্টগ্রামের জামাল খানে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিপরীত পাশে যাত্রা শুরু করলো “পিজ্জা ব্রো”- PizzaBro
জামাল খান সহ আশপাশের এলাকায় আগত অসংখ্য স্টুডেন্টদের স্বল্প খরচে পিজজা, পাস্তা, বার্গার, জুস সহ আরো বেশকিছু খাবার স্বল্প খরচে পরিবেশন করাই পিজ্জা ব্রোর মূল লক্ষ্য বলে জানান রেস্টুরেন্টের একজন স্বত্তাধিকারী রহমান ফায়াজ। “আমরা লেস প্রফিট মোর সেলে বিশ্বাসী, তবে আমরা খুবই মনোযোগ দিচ্ছি খাবারের স্বাদের প্রতি”, জানালেন ফায়াজ।
১২০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত বিভিন্ন খাবারের বিশাল মেনু রয়েছে রেস্টুরেন্ট এ। তবে এখানকার সিগনেচার খাবার হিসেবে পিজ্জাই প্রথম পছন্দ বলে জানান খেতে আশা একজন গ্রাহক। তিনি জানান, “এখানে খাবারে অনেক গুলি অপশন আছে তবে আমি দুইবার এসে BBQ পিজ্জা খেয়েছি, ওটা এক কোথায় জোশ আর দামটাও রিসোনাবল”।
পিজ্জা ও ফাস্ট ফুড জগতে নিজেদেরকে প্রমান করাই পিজজা ব্রোর প্রাথমিক উদ্দেশ্য বলে জানান রেস্টুরেন্ট স্বত্বাধিকারীগণ।