চট্টগ্রামে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বরে। এ পর্যন্ত চলতি মাসের ১৭ দিনে ১২ জনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৬০)। ‘ডেঙ্গু শক সিনড্রোমে’ তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার বাড়ি নগরীর আকবরশাহ এলাকায়।
শনিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় মনির হোসেনের মৃত্যু হয়। তিনি গত ১৫ নভেম্বর সকালে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৭ জন, মারা গেছেন ১ জন। চট্টগ্রামে জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৯ জন।