এবার সত্যির পথে গুঞ্জন। সব ঠিক থাকলে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা যাবে সৌদি ক্লাব আল-নাসের এ, যা নিশ্চিত করেছে স্প্যানিশ একটি সংবাদ মাধ্যম।
কাতার বিশ্বকাপ এ পর্তুগাল এর বিদায় কোয়ার্টার এ হলেও নিয়মিত আলোচনায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এর সাথে সম্পর্কের ইতি ঘটেছে আগেই।
এরই মধ্যে সমর্থক দের আলোচনায় প্রাধান্য পাচ্ছে কোন ক্লাব এ থেকে ক্যরিয়ার এর সমাপ্তি ঘঠাবেন প্রিয় ফুটবলার । তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে । সৌদি ক্লাব আল-নাসের এ দীর্ঘ ৭ বছর এর চুক্তিতে যোগ দিচ্ছেন সিআর৭ ।
তবে লম্বা সময় চুক্তির আড়ালে আছে শর্ত। প্রথম আড়াই বছর দলের সাথে খেলোয়াড় হিসেবে থাকবেন সিআর৭ । তবে চুক্তির বাকি সাড়ে চার বছর সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন পরিকল্পনার দূত হিসেবে কাজ করবেন রোনালদো। মিশর ও গ্রিসের সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার জন্য লড়বে সৌদি আরব, আর সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সিআর৭।
তবে চুক্তি অনুযায়ী পাঁচ বারের এই বর্ষ সেরা তারকা ফুটবলার পাবেন মৌসুমপ্রতি ২০ কোটি ইউরো।