নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাসহ দু’জনকে গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে মধ্যরাতে ঝটিকা মিছিল বের করার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন মিছিলে অংশ নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

রোববার (১৭ নভেম্বর) রাতে নগরীর প্রবর্তক মোড় থেকে মিছিল বের হয়, যার ভিডিও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ জানান, নগরীর পাঁচলাইশ থানা পুলিশ দিদারুল আলম চৌধুরী দিদার (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীন ব্যাটমিন্টন কমিটির সাবেক চেয়ারম্যান।

এছাড়া চান্দগাঁও থানা পুলিশ মো. সজিব হোসেন মধু (২১) নামে আরেকজনকে গ্রেফতার করেছে। তিনি ছাত্রলীগ কর্মী এবং সরাসরি ওই মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ১০-১৫ জন যুবক প্রবর্তক মোড়ের পশ্চিমে মিমি সুপার মার্কেটের বিপরীতে পেট্রোল পাম্পের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি প্রবর্তক মোড় হয়ে বদনা শাহ মাজারের সামনে এগিয়ে যায়। এরপর যুবকরা যে যার মতো করে দ্রুত বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। মিছিলে অংশ নেয়া যুবকদের সবার মুখে মাস্ক ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, মিছিলে মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাই অংশ নিয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন। দিদারুল আলম ওই মিছিল সংগঠিত করেন। তারা বাসাও মিমি সুপার মার্কেটের পেছনে শিশু একাডেমির পাশে। তাকে ওই এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, দিদারুল আলম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এডিসি কাজী মো. তারেক আজিজ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দোকানকর্মী ফারুক হত্যার ঘটনায় পাঁচলাইশ থানার মামলার তদন্তে এর সঙ্গে দিদারুল আলমের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ

শান্তি–সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি, সম্প্রীতি এবং স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এ প্রশ্নে তাঁরা দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *