সাংবাদিককে হত্যার হুমকি মাদক ব্যবসায়ীর: থানায় অভিযোগ

Mohammad Akil, Staff Reporter



মাদক বিক্রির বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন আরফিন নগর এলাকায়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করেছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার রিপোর্টার মো. জুবায়ের এবং অপরাধ বিষয়ক পত্রিকা অপরাধ জগত এর সদর প্রতিবেদক সাহিদুল ইসলাম মাসুম।

পেশাগত দায়িত্ব পালনে ২৪ ডিসেম্বর আরফিন নগর এলাকায় তথ্য সংগ্রহে গেলে মাদক সম্রাজ্ঞী মুক্তা ও তার স্বামী ইয়াবা আলী অকথ্য ভাষায় গালমন্দ ও মিথ্যা মামলায় ফাঁসানো সহ হত্যার হুমকি দেয় বলে তারা সাধারণ ডায়েরি (জিডি)তে উল্লেখ করেন।

y ali


এ বিষয়ে জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার রিপোর্টার মো. জুবায়ের বলেন, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির ছত্রছায়ায় আরফিন নগর এলাকায় নিজের মানুষ সাম্রাজ্য গড়ে তুলেছেন মুক্তা বেগম। এই মাদক কারবারি মাদকদ্রব্যের পাল্লায় পড়ে ধ্বংস হচ্ছে তরুণ প্রজন্ম।


মুক্তা বেগম ও তার স্বামী হযরত আলী প্রকাশ ইয়াবা আলীসহ তাদের পুরো পরিবার অত্র এলাকার চিহ্নিত  মাদক ও অস্ত্র কারবারি। তাদের ভয়ে প্রকাশ্যে মুখ খুলতেও রাজি হয়না কেউ । আর মুখ খুললে হতে হয়েছে মিথ্যা মামলা ও হামলার শিকার।

অনুসন্ধানে উঠে আসে মুক্তা বেগম অতি দরিদ্র পরিবারের মেয়ে। অভাব অনটন থেকে বাঁচার জন্য অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে ছোটবেলায় । পতিতাবৃত্তির সাথে জড়িত হয়ে বর্তমানে মাদক ব্যবসায় কড়ি কড়ি টাকা কামিয়ে পার করছে বিলাসী জীবন।


সাংবাদিক জোবায়ের আরো বললেন, ২৪ ডিসেম্বর আনুমানিক বিকেল ৪-১০ টার সময় আমি আরেফিন নগর এলাকা দিয়ে তথ্য সংগ্রহে যাই। মুক্তা বেগমের স্বামী হযরত আলী ওরফে ইয়াবা আলী আমার গতি রোধ করে মারমুখী আচরন করতে থাকে । এসময় সে সাংবাদিকদের নামে অকথ্য ভাষায় গালমন্দ ও মিথ্যা মামলায় ফাঁসানোসহ হত্যা হুমকি দিয়ে আমাকে হুশিয়ার থাকার হুমকি দেয়।


স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সরকার যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন সেই মুহূর্তে কিভাবে প্রকাশ্যে মাদক কারবারিরা প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে? সমাজ ও জাতী ধ্বংসকারী দের খুঁটির জোর কোথায়?

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

স্ত্রী হত্যা মামলায় জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

তিন বছর সাত মাস পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে…

Read more