হঠাৎ চট্টগ্রাম বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ

CTG News 24 (CN24) | National

ঢাকা-আঙ্কারা কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে তুর্কি নৌযুদ্ধ জাহাজ টিসিজি- কিনালিয়াদা তিনদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। এসময় বাংলাদেশ নৌবাহিনী সামরিক রীতিতে বাদ্য বাজিয়ে স্বাগত জানায় বন্ধু রাষ্ট্রের নৌযুদ্ধ জাহাজকে।

পরে জাহাজটি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন ও বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তারা। 

turkey ship

নৌবাহিনী জানায়, বাংলাদেশে সফররত জাহাজটিতে কর্মকর্তা ও নাবিক মিলিয়ে মোট ১৫২ জন সদস্য রয়েছেন।

তুর্কি এ নৌযুদ্ধ জাহাজটি সাড়ে চার মাসের যাত্রায় ২০টি দেশের ২৪টি বন্দরে ভিড়েছে। সফররত দেশগুলোর নৌবাহিনী ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ যাত্রা জাহাজটির। যার ধারাবাহিকতায় আগামী তিনদিন চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে জাহাজটি। সফর শেষে আগামী ৯ মে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে তুর্কি এ নৌযুদ্ধ জাহাজ। 

এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি বন্ধুত্বপূর্ণ হবে ও দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

Related Posts

আইনজীবী আলিফ হত্যা: দুই আসামি রিমান্ডে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি চন্দন দাস এবং অপর আসামি রিপন দাসের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চন্দন দাসকে সাত দিন এবং রিপন…

Read more

ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন, যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *