CTG News 24 (CN24) National Desk
কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সুচনা সোমবার (৮ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নির্বাচনে জয়লাভের পাঁচ মাস পর একটি অনুষ্ঠানের পর সুচনা নগর ভবনে শপথ নেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, “নিরাশ হওয়ার কিছু নেই। আপনাদের সহযোগিতায় আমি অনুন্নত কুমিল্লাকে একটি স্মার্ট কুমিল্লায় রূপান্তরিত করব। আমরা কুমিল্লাকে প্রবৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাব,” তিনি অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন।
তাহসিন বাহার সুচনা কুমিল্লা-৬ ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে।
এর আগে গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
পরে নির্বাচন কমিশন ২২ জানুয়ারি উপনির্বাচনের জন্য ৯ মার্চ দিন নির্ধারণ করে।
নির্বাচনে মেয়র পদে বাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা তাহসিন বাহার সুচোনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং ‘হাতি’ প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
এদিকে, পুরুষ ভোটার ১,১৮,২৮২ জন, মহিলা ভোটার ১,২৪,২৭৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে৷