CTG News 24 (CN24) national Desk
নগরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জুন) বেলা পৌনে চারটার দিকে চট্টগ্রাম কলেজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের।
তিনি বলেন, ছাত্রলীগ ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
প্রসঙ্গত, নগর বিএনপির উদ্যোগে চট্টগ্রামের কাজীর দেউড়িতে তারুণ্যের সমাবেশ আয়োজন করেছে বিএনপি। সমাবেশকে ঘিরে যানজটে প্রায় অচল হয়ে পড়েছে নগরী।
এদিকে জামালখান এলাকাতেও ব্যাপক ভাংচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা।