CTG News 24 (CN24) National Desk
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় এ বছর সরকারি হাসপাতালে স্যালাইনের কোনো অভাব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।
তিনি বলেন, সরকার ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর ইতিমধ্যে একটি সভা করেছে।
শনিবার ঈদের ছুটিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সরকার অবশ্য সবার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, ডেঙ্গু মৌসুমে গত বছরের তুলনায় এ বছর রোগীর সংখ্যা বেশি হওয়ার আশঙ্কায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিয়েছে।
কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে যথাযথ চিকিৎসা নেওয়া প্রয়োজন জানিয়ে তিনি বলেন, চিকিৎসা সামগ্রী ও ওষুধের ঘাটতি মেটাতে তাদের আরও কাজ করতে হবে। বিনা চিকিৎসায় কেউ যাতে মারা না যায় সেজন্য স্বাস্থ্য অধিদপ্তর সব সময় নজর রাখবে বলে জানান মন্ত্রী।
এর আগে ঈদের ছুটিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজখবর নেন তিনি। এসময় তিনি জরুরি বিভাগ, ডায়ালাইসিস সেন্টার, আইসিইউ, এইচডিইউসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা।