CTG News 24 (CN24) National Desk
কুমিল্লা, চট্টগ্রাম ও নাটোরে পৃথক ঘটনায় ডুবে দুই চাচাতো ভাইসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
কুমিল্লার নাঙ্গোলকোট উপজেলায় সোমবার পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার অষ্টগ্রাম পূর্ব পাড়ার লিটন সূত্রধরের ছেলে আনন্দ সূত্রধর (৫) ও যুবরাজ সূত্রধরের ছেলে পবন সূত্রধর (৫)।
স্থানীয়রা জানান, বিকেলে তারা দুজনেই বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়।
দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।
চট্টগ্রামে, সোমবার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার শীলকুপ ইউনিয়নের বৈরাগ পাড়ার আহমেদ শফির দেড় বছরের ছেলে রিফাত মিয়া (৩০) ও বাঁশখালী পৌর এলাকার আবছারের ছেলে মুনতাসির (৩)।
স্থানীয় লোকজন জানান, সকালে পুকুরের পাশে খেলার সময় মুনতাসির পুকুরে পড়ে যায়।
দীর্ঘদিন ধরে মুনতাসিরের কোনো হদিস না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে।
তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর একটি ঘটনায় বাঁশখালী পৌর এলাকার নেওয়াজপাড়ায় বাড়ির উঠানে খেলছিল রিফাত। হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় সে।
পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্তব্যরত কর্মকর্তা ডাঃ হিরোক কুমার পাল ও ডাঃ হাসান জানান, এক ঘণ্টার মধ্যে হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়।
নাটোরে, সোমবার সকালে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ইরফান (২) সাজেদুর রহমান ও শিলা খাতুনের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, শিশুটিকে বাড়িতে একা রেখে নিহতের বাবা-মা প্রতিবেশীর বাড়িতে যান। বাড়ি ফিরে শিশুটিকে ঘরে দেখতে পাননি তারা।
তারা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করে এবং তাকে জলাশয়ে ভাসতে দেখা যায়।
তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান।