|| CTG News 24 (CN24) ctgnews24 Desk
পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি ফকিরা ঘোনা এলাকার মোহাম্মদ রহমত উল্লাহর ছেলে মো. রিদোয়ানকে সামাজিকভাবে হেয় করার অভিযোগ উঠেছে সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের বিরুদ্ধে।
শুক্রবার সাংবাদিকদের কাছে দেয়া এ অভিযোগ দেন রিদোয়ান। এ সময় প্রবাসী মান্নানের বিরুদ্ধে অভিযোগ এনে রিদোয়ান বলেন- সম্প্রতি মান্নানের স্ত্রী কতৃক সংগঠিত ঘটনায় আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে নানারকম কুরুচিপূর্ণ ও আপত্তিজনক মন্তব্য করেছে মান্নান।
মান্নানের স্ত্রী রুবি আক্তারের সাথে আমার পরকিয়ার সম্পর্ক ছিলো বলে বক্তব্য দিয়েছে মান্নান, যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
মূলত- মান্নানের পরিবার এবং আমাদের মাঝে পূর্বে একটি বিবাদ আছে। সে বিবাদকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে সে অপপ্রচার চালাচ্ছে। আমি স্পটভাবে বলতে চাই মান্নানের স্ত্রী সাথে বর্তমান আমার কোনো সম্পর্ক নাই। এ প্রতিবেদককে রিদোয়ান বলেন- আমি সাংবাদিকদের মাধ্যমে আমার এলাকাবাসীকে অনুরোধ করবো, আমাকে জড়িয়ে সম্মানহানি জনক যে কাণ্ড মান্নান করেছে এতে কেউ বিভ্রান্তি হবেন না৷ মান্নানের স্ত্রী নিজেই স্বীকার করেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং ছিলোনা। অতএব এটি স্পষ্ট যে- মান্নান পূর্ব শত্রুতার জের ধরে সমাজে আমার সুনাম ক্ষুন্ন ও সম্মানি হানি করে মান্নার প্রপাগাণ্ডা চালিয়েছে৷
এদিকে স্থানীয়দের সাথে কথা বলে রিদোয়ানের বিরুদ্ধে কোনোরকম দুর্নাম পাওয়া যায়নি।