CTG News 24 (CN24) National Desk
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের চলমান কমিটি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “এটি মেয়াদোত্তীর্ণ কমিটি। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আমরা শীঘ্রই নতুন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব।”
সম্প্রতি শাখা ছাত্রলীগের চলমান সংঘর্ষের ব্যাপারে বলতে গিয়ে এসব কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তিনি আরও বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ কখনো সংঘাতকে বরদাশত করে না৷ আমরা এ ব্যাপারে খতিয়ে দেখে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
এর আগে গত বুধবার রাত ১০টার পর খাবারের দোকানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বগিভিত্তিক সিক্সটি নাইন ও সিএফসি পক্ষ।
এর আগে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের যৌন উত্তেজনা মূলক ভিডিও, উলঙ্গ অবস্থায় ভাইরাল হওয়া ছবি, নারী কেলেঙ্কারি,ছাত্রলীগ কর্মী দিয়ে নিজের পা টেপা, বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র হেনস্থা হয়রানি থেকে শুরু করে ছাত্রলীগের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার,টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ৪ বছর ধরে ছাত্রলীগের ইউনিটের গুরুত্বপূর্ণ পদে থাকার সত্ত্বেও নতুন কমিটি দিতে না পারা সহ নানা অপকর্মের প্রমাণ উঠে এসেছে।
এই বিষয়ে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “এসব ব্যাপারে ইতোমধ্যেই তাকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যদি তার অবস্থার উন্নতি না হয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”