CTG News 24 (CN24) National Desk
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বার আউলিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইসমাইল (৩০) ডেমবার পূর্ব বসনগর এলাকার সেকান্দর আলীর ছেলে। তবে আহতদের নামপরিচয় জানা যায়নি।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, চট্টগ্রামমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি নৈশ কোচ বারআউলিয়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এতে বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত এবং অপর তিনজন আহত হন। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।